জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হলেন সংগীতশিল্পী শাফিন আহমেদ

প্রথম নিউজ, ডেস্ক : শাফিন আহমেদ একজন ব্যান্ড লিজেন্ড। নন্দিত ব্যান্ড ‘মাইলস’র গায়ক এবং সুরকার হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দলটির হয়ে বেজ গিটারও বাজিয়ে থাকেন। সংগীতচর্চার পাশাপাশি শাফিন একজন রাজনীতিবিদও। সক্রিয় রয়েছেন দীর্ঘদিন ধরেই জাতীয় পার্টির রাজনীতিতে।
দেশের অন্যতম এই রাজনৈতিক দলটি তার ক্যারিয়ারকে মূল্যায়ণ করেছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে শাফিন আহমেদকে। এই তারকা নিজেই জাগো নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল বেলায় সংগীতশিল্পী শাফিন আহমেদ সঙ্গে কথা হলে জাগো নিউজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘একটা নতুন চ্যালেঞ্জ। অনেক বড় দায়িত্ব। ভালো লাগছে খুবই।’
তিনি আরও বলেন, ‘আমাকে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় আমি আনন্দিত। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক আমাকে এই পদে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে।’
এর আগে ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন অনেক জনপ্রিয় গানের গায়ক শাফিন আহমেদ। যদিও এরপর তাকে দলটির কার্মকান্ডে আর সক্রিয় দেখা যায়নি।