নতুন বছরে রোনালদোর প্রথম গোল, জিতল ইউনাইটেড
প্রথম নিউজ, ডেস্ক : একে একে ছয় ম্যাচ পাননি গোলের দেখা। চাপটা বাড়ছিল, ধেয়ে আসছিল সমালোচনার তির। মঙ্গলবার রাতের ম্যাচেও শুরুর দিকে ছিলেন কিছুটা নিষ্প্রভ। কিন্তু দ্বিতীয়ার্ধে খুঁজে পান নিজেকে, করেন দারুণ এক গোল। তাতে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে তারা জয় পেয়েছে ২-০ গোলে। লিগে টানা দুই ড্রয়ের পর জয় পেল ম্যান ইউনাইটেড। লিগেও এখন তারা আছে চতুর্থ স্থানে। অন্যদিকে সাত ম্যাচ পর হেরেছে ইউনাইটেড।
প্রথমার্ধে ভালো খেলতে পারেনি রাঙ্কনিকের দল। পঞ্চম মিনিটে রোনালদোর করা ব্যাক হিলে বল পেয়ে জালে জড়াতে পারেননি সাঞ্চো। প্রথমে বল ফেরান গোলরক্ষক, পরে ফিরতি শট তিনি নেন ক্রসবারের উপর দিয়ে।
১৬তম মিনিটে আর্জেন্টাইন অ্যালেক্স ম্যাক অ্যালেস্টারের শট ফেরান ডেভিড ডি গিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো জাদুতে এগিয়ে যায় ইউনাইটেড। স্কট ম্যাকটমিনের পাস ধরে একটু এগিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নেন তিনি। এরপর দারুণ শটে গোল করেন পর্তুগিজ তারকা।
৫১তম মিনিটে এসে ১০ জনের দলে পরিণত হয় ব্রাইটন। আক্রমণে ওঠা অ্যান্থনি ইয়েলাংয়াকে আটকাতে ‘লাস্ট ম্যান’ লুইস ডাঙ্ক ফাউল করেন। ভিএআরের সাহায্যে সরাসরি লাল কার্ড দেন রেফারি।
৭১তম মিনিটে রোনালদোর পায়ে বল তুলে দেন ব্রাইটন গোলরক্ষক। সেটা নিজে শট না নিয়ে ব্রুনো ফার্নান্দেজকে দেন তিনি। কিন্তু দুর্বল শটে গোল করতে ব্যর্থ হন এই মিডফিল্ডার।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এসে দ্বিতীয় গোলের দেখা পায় ইউনাইটেড। অনেকটা একক প্রচেষ্টায় নিজেদের অর্ধ থেকে ছুটে এসে গোল করেন ফার্নান্দেজ। ২৫ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠল ইউনাইটেড।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: