নাটকীয় জয় নিউজিল্যান্ডের, টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা শেষ শ্রীলঙ্কার

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাত্র ১ রানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। তার রেশ কাটতে না কাটতেই আবারো আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচে জিতলো ব্ল্যাক ক্যাপরা।

নাটকীয় জয় নিউজিল্যান্ডের, টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা শেষ শ্রীলঙ্কার
নাটকীয় জয় নিউজিল্যান্ডের, টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা শেষ শ্রীলঙ্কার

প্রথম নিউজ, খেলা ডেস্ক : টেস্টে কয়েকদিন আগেই রুদ্ধশ্বাস একটি জয় তুলে নিয়েছিল কিউইরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাত্র ১ রানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। তার রেশ কাটতে না কাটতেই আবারো আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচে জিতলো ব্ল্যাক ক্যাপরা। যে ম্যাচে তারা ফিরিয়ে আনলো ৭৫ বছর আগের স্মৃতি। ১৯৪৮ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকাকে টেস্টের শেষ বলে হারিয়েছিল ইংল্যান্ড। এবার যেন সেটিরই পুনরাবৃত্তি করে নিউজিল্যান্ড হারালো শ্রীলঙ্কাকে টেস্টের শেষ বলে। কেন উইলিয়ামসনের অপরাজিত শতকে (১২১) শ্রীলঙ্কার দেয়া ২৮৫ রানের টার্গেট অতিক্রম করে ২ উইকেট হাতে রেখে। বৃষ্টি বিঘ্নিত শেষ দিনে স্বাগতিকদের জয় এসেছে নানা নাটকীয়তায়। হ্যাগলি ওভালে শেষ দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৫৭ রানের। অপরপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ে লঙ্কানদের প্রয়োজন ছিল ৯ উইকেট।

কিন্তু দিনের শুরুতেই বৃষ্টি নামে। প্রথম দেড় সেশন নষ্ট হয়। এর পর খেলা যখন মাঠে গড়ায় তখন দিনের বাকি ছিল ৫২ ওভার। এমন অবস্থায় ড্র হওয়ার সম্ভাবনাই বেশি দেখছিলেন ধারাভাষ্যকাররাও। কিন্তু নিউজিল্যান্ড কখনো ওয়ানডে স্টাইলে আবার কখনো টি-টোয়েন্টি ঢংয়ে খেলে ম্যাচটি নিজেদের করে নেয়। যাতে মূল ভুমিকা ছিল কেন উইলিয়ামসন এবং ড্যারেল মিচেলের। উইলিয়ামসন ১টি ছক্কা ও ১১টি চারের সাহায্যে ১২১ রান করে জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়েন। আর মিচেল করেন ৮৬ বলে ৮১ রান। যেখানে ৩টি বাউন্ডারির পাশাপাশি ওভার বাউন্ডারি ৪টি। উত্তেজনাপূর্ণ এ ম্যাচের শেষ চার ওভারে ৩২ রান নেয় স্বাগতিকরা। নাটকীয় শেষ দিনের শেষ ওভারটি ছিল সবচেয়ে নাটকীয়। যার মধ্যে শেষ দুই বল একেবারে শ্বাসরুদ্ধকর। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রানের। আসিথা ফার্নান্ডোর ওই ওভারের প্রথম বলে ১ রান নেন ম্যাট হেনরি। তৃতীয় বলে ২ রান নিতে গিয়ে রানআউট হয়ে যান হেনরি। চতুর্থ বলে উইলিয়ামসন বাউন্ডারি হাঁকালে স্কোর লেভেল করার পরের দুই বলে মাত্র ১ রানের প্রয়োজন ছিল। কিন্তু পর পর দুই বলেই ব্যাটে লাগাতে ব্যর্থ হন উইলিয়ামসন। ব্যাটে বল না লাগলেও শেষ বলে রানের জন্য দৌড় দেন ওয়াগনার ও উইলিয়ামসন।  

উইকেট রক্ষকের হাতে বল থাকলেও সে স্টাম্পে লাগাতে ব্যর্থ হয়। পরে বল নিয়ে আসিথা ফার্নান্ডো থ্রোতে স্টাম্প ভাঙলে শ্রীলঙ্কার রানআউটের আবেদনে টিভি আম্পায়ারের সরণাপন্ন হন ফিল্ড আম্পায়ার। কিন্তু নটআউট রায় দেন টিভি আম্পায়ার। নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ে আরেকটি নাটকীয় ম্যাচের সাক্ষী হয় ক্রিকেটবিশ্ব। প্রথম ইনিংসে ১০২ ও দ্বিতীয় ইনিংসে ৮১ রান করে ম্যাচ সেরা হন কিউই ব্যাটার ড্যারেল মিচেল। এ পরাজয়ের সঙ্গে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন। এ জয়ে ২ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী ১৭ই মার্চ ।   সংক্ষিপ্ত স্কোর  শ্রীলঙ্কা: ৩৫৫ ও ৩০২ নিউজিল্যান্ড: ৩৭৩ ও ২৮৫/৮  ফল: নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী ম্যাচসেরা: ড্যারেল মিচেল ২ ম্যাচ সিরিজ: নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: