নিজের বিরুদ্ধে নতুন হত্যা চক্রান্তের বর্ণনা দিলেন ইমরান খান
আবারও হত্যা চক্রান্তের অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
প্রথম নিউজ, ডেস্ক : আবারও হত্যা চক্রান্তের অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দাবি করেছেন, পাঞ্জাব ও ইসলামাবাদের পুলিশ প্রধানেরা তাকে হত্যায় নতুন পরিকল্পনা সাজিয়েছেন। তাদের নির্দেশনা দিচ্ছেন তাদের আসল ‘নিয়ন্ত্রকেরা’। ইমরানের দাবি, গতবার ব্যর্থ হওয়ার পর এবার তাকে হত্যায় অত্যন্ত সিরিয়াস এই চক্রান্তকারীরা।
করাচিভিত্তিক গণমাধ্যম ডন জানিয়েছে, বুধবার নিজের জামান পার্ক বাসভবন থেকে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইমরান খান এই অভিযোগ তোলেন। এতে পিটিআই প্রধান বলেন, ইসলামাবাদ ও পাঞ্জাবের আইজিরা দুটি আলাদা স্কোয়াড তৈরি করেছে আমাকে হত্যার জন্য। তারা পিটিআই’র সমাবেশে যোগ দিয়ে পুলিশের ওপরে হামলা চালাবে। এতে সেখানে যে যে সহিংসতা সৃষ্টি হবে তার মধ্যেই তারা আমাকে হত্যা করবে।
ইমরান খান তার সমর্থকদের পরামর্শ দিয়ে বলেন, কোনো অবস্থাতেই তারা যেনো পুলিশের বিরুদ্ধে কোনো ধরণের উসকানি সৃষ্টি না করে। পুলিশ যদি কোনো ওয়ারেন্ট নিয়ে তার কাছে যেতে চায় কিংবা অন্য কারণেও যদি পুলিশ এগিয়ে আসে, সমর্থকরা যেনো কোনো বাধা সৃষ্টি না করে। ইমরান বলেন, এমনকি তারা যদি আমাকে গ্রেপ্তার করতে চায় এবং জেলে পাঠাতে চায়, আমি হাসিমুখে জেলে যেতে প্রস্তুত। আমি কখনও আমার পার্টির সদস্যদের ক্ষতি হোক চাইব না।
বিজ্ঞাপন
এর আগেও এই সরকার আমাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তারা এখন আরও ভীত হয়ে পড়েছে এবং যেকোনো উপায়ে হোক আমাকে হত্যা করতে চায়।
ইমরান খান তরুণদের প্রতিশ্রুতি দিতে বলেন যে, তিনি যদি খুনও হন তবুও যেনো তারা এই সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখে। তার ভাষায়, শেষ বল পর্যন্ত লড়াই করে যেতে হবে। কারণ, এই সরকার ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চায়। তারা চায় না, কেউ এসে তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলুক এবং তাদের সমালোচনা করুক। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, তাদের জেনে রাখা প্রয়োজন যে, কোনোভাবেই এই আন্দোলনকে থামানো যাবে না।