টাইগার পেসারদের তোপে কুপোকাত আয়ারল্যান্ড

৬৮ রানে ৬ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। সবকটি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা

টাইগার পেসারদের তোপে কুপোকাত আয়ারল্যান্ড
টাইগার পেসারদের তোপে কুপোকাত আয়ারল্যান্ড

প্রথম নিউজ, ডেস্ক : ৬৮ রানে ৬ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। সবকটি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ ৩টি, তাসকিন আহমেদ ২ উইকেট নেয়ার পর ইবাদত হোসেনের শিকার লরকান টাকার (২৮) এবং জর্জ ডকরেল (০)। ১৯.৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৭৪ রান আয়ারল্যান্ডের। 

৪ রানে ৩ উইকেট নিলো বাংলাদেশ

শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সুবিধা করতে পারছেন না আইরিশরা। টাইগার বোলারদের নৈপুণ্যে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারানো আয়ারল্যান্ড ২২ থেকে ২৬ রানের মধ্যে হারালো আরো তিন উইকেট। হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদের নৈপুণ্যে সাজঘরে ফিরলেন পল স্টার্লিং (৭), হ্যারি টেক্টর (০) এবং অ্যান্ডি বালবার্নি (৬)। ৯.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৬ রানে।

প্রথম আঘাত হাসান মাহমুদের

সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিংয়ে শুভ সূচনা করলেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ডের প্রথম উইকেট হিসেবে স্টিফেন ডোহেনিকে ফেরালেন টাইগার পেসার। সাজঘরে ফেরার আগে ২১ বলে ১ বাউন্ডারিতে ৮ রান করেন ডোহেনি। ৪.৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১২ রান। 

দ্বিতীয় ওয়ানডেতে পাহাড়সম টার্গেট দিয়েও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।

সিরিজ নির্ধারণী ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। তাই তৃতীয় ওয়ানডেতে নির্ধারিত হবে বিজয়ী। আয়ারল্যান্ডকে সিরিজ হারানোর মিশনে টসে হেরে শুরুতে বোলিংয়ে টাইগাররা।  
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: