নৌকার কর্মীকে ছাত্রলীগ নেতার প্রকাশ্যে গুলি

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা

নৌকার কর্মীকে ছাত্রলীগ নেতার প্রকাশ্যে গুলি

প্রথম নিউজ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে নির্বাচনী বিরোধের জেরে নৌকা প্রতীকের ছাত্রলীগ নেতাকে  প্রকাশ্যে গুলি করেছেন অপর ছাত্রলীগ নেতা। গতকাল দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজনকে পিটিয়ে আহত করা হয়। আহতরা হলেন- গুলিবিদ্ধ আবিদ হাসান শোভন (২৭)। তার বড় ভাই স্কুলশিক্ষক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন (৩১)। তারা গেল নির্বাচনে নৌকার প্রার্থী সাবেক এমপি মৃণাল কান্তি দাসের পক্ষে কাজ করেছিলেন। অভিযুক্ত প্রান্ত শেখ জয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের কর্মী ছিলেন। জানা যায়, সোমবার দুপুরে ফরহাদ স্কুলের ক্লাস শেষ করে সিপাহী এলাকায় বাড়ি ফিরছিলেন। এ সময় প্রান্ত শেখ দলবল নিয়ে তাকে আটকে মারধর করে। খবর পেয়ে শোভন ভাইকে বাঁচাতে এগিয়ে এলে প্রান্ত পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে তার পায়ে গুলি করে। 

উপস্থিত লোকজন এগিয়ে প্রান্ত এলে পিস্তল দেখিয়ে সবাইকে ভয় দেখায়। পরে তিনি মোটরসাইকেলের বহরসহ দলবল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা ফরহাদ ও শোভনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শোভনকে ঢাকায় পাঠান। অভিযোগ উঠেছে প্রান্ত শেখের নেতৃত্ব প্রকাশ্যে আগেও একজনকে খুন করা হয়। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম কালাম প্রধান জানান, দুপুরে দু’জন আহত রোগীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনের পায়ে ক্ষত চিহ্ন রয়েছে। এটি গুলি কিনা বোঝা যাচ্ছিল না। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন বলেন, নৌকার পক্ষে কাজ করায় অনেক দিন ধরে প্রান্ত আমাদের হুমকি-ধমকি দিয়ে আসছিল। বাড়ি ফেরার রাস্তায় আমাকে বেদম মারধর করেছে। আমার ভাই বাঁচাতে এলে জনসম্মুখে পায়ে গুলি করেছে। ঘটনার পর থেকে পলাতক প্রান্ত। এ বিষয়ে জানতে তার মুঠোফোনে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার বলেন, গুলিবিদ্ধ ও অভিযুক্ত দু’পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। তার প্রেক্ষিতে আজকের ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। এ ঘটনায় জড়িতকে গ্রেপ্তারে অভিযান চলছে।