নৌকা প্রতীকে ভোট করতে চায় গণতন্ত্রী পার্টি, সিইসিকে চিঠি
প্রথম নিউজ, ঢাকা : নৌকা প্রতীকে ভোট করতে জোটগত নির্বাচনে প্রতীক বরাদ্দের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে গণতন্ত্রী পার্টি।
শনিবার (১৮ নভেম্বর) গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী সিইসিকে এ চিঠি দেন।
চিঠিতে জানানো হয়, জোটভুক্ত দলগুলো জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে কি প্রতীক ব্যবহার করবে, সে বিষয়ে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদনের কথা বলা হয়েছে। গণতন্ত্রী পার্টি ১৪ দলীয় জোটভুক্ত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। যার নম্বর- ৮ ও নির্বাচনী প্রতীক- কবুতর, নিবন্ধনের তারিখ- ০৩ নভেম্বর ২০০৮; ঠিকানা: ৭৯, কাকরাইল (মায়াকানন), ঢাকা-১০০০। গণতন্ত্রী পার্টি থেকে জোটগত প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা ১৪ দলীয় জোটের বৃহত্তম শরিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ব্যবহার করতে ইচ্ছুক।
বিষয়টি বিবেচনায় নিয়ে ১৪ দলীয় জোটভুক্ত গণতন্ত্রী পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নৌকা প্রতীক ব্যবহারের অনুমতি চেয়েছে দলটি।