নেইমারকে পানির দরে বেচতে চায় পিএসজি!

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে পিএসজিতে দেখতে চান না কিলিয়ান এমবাপ্পে।

নেইমারকে পানির দরে বেচতে চায় পিএসজি!
নেইমারকে পানির দরে বেচতে চায় পিএসজি!

প্রথম নিউজ, স্পোর্টস  ডেস্ক : ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে পিএসজিতে দেখতে চান না কিলিয়ান এমবাপ্পে। তাই তাকে সস্তা দামে বিক্রি করার কথা ভাবছে ক্লাবটি। ফ্রান্স তারকা এমবাপ্পে পিএসজি কর্তৃপক্ষকে জানিয়েছেন, 'হয় প্যারিসে আমি, নয়তো নেইমার থাকব।’ খবর ফিকাজেসের।  কোচ ক্রিস্টোফার গালতিয়েরের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও পিএসজি তাই আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে ৩০ বছর বয়সি ব্রাজিলিয়ানকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। শুধু নেইমারকে বিক্রির জন্য বাজারে তুলবে না পিএসজি কম দামে ছেড়েও দেবে এবং সেটি তাকে কেনা দামের এক-চতুর্থাংশ অর্থাৎ মাত্র ৫০ মিলিয়ন ইউরোর কাছাকাছি হলেই ছেড়ে দেবে পিএসজি। 

নেইমার এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি দামে কেনা ফুটবলার। ২০১৭ সালে তাকে বার্সেলোনা থেকে পিএসজি ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল। ওই একই মৌসুমে এমবাপ্পকে কেনে প্যারিসের ক্লাবটি। কিন্তু নেইমার প্যারিসে এসে তার বার্সার ফর্ম দেখাতে পারেননি। ফিট থাকলে নেইমার কখনো দলকে হতাশ করেননি। কিন্তু দলের গুরুত্বপূর্ণ সময়ে তিনি ইনজুরিতে পড়েন বেশি। 

নেইমার প্যারিসে যাওয়ার পর প্রতি মৌসুমেই তার দলবদলের খবর এসেছে। পিএসজিতে এক মৌসুম খেলার পরই তার বার্সায় ফেরার জোর গুঞ্জন উঠেছিল। তাকে দলে নেওয়ার লড়াইয়ে নেমেছিল রিয়াল মাদ্রিদ। গত মৌসুমেও তাকে বিক্রি করে দেওয়ার গুঞ্জন ওঠে। পিএসজি প্রেসিডেন্টও ইনজুরি বাঁচিয়ে ও আচরণ শুধরে খেলতে না পারলে তাকে বিক্রি করে দেওয়ার ইঙ্গিত করেছিলেন। 

গত মৌসুমে চেলসি তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। এবারও তারা নেইমারকে কেনার লড়াইয়ে আছে। নিউক্যাসল ইউনাইটেড নতুন করে তার দিকে নজর রাখছে। কারণ আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়নস লিগে খেলার জোর সম্ভাবনা আছে। ওদিকে দামটা নাগালের মধ্যে হওয়ায় ম্যানচেস্টার সিটি ব্রাজিলিয়ান তারকায় আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যম। দাম যদি ওটাই থাকে— বার্সেলোনা, আর্সেনালও বিডে ঢুকে পড়বে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom