ধানক্ষেত থেকে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
নাটোরের লালপুর উপজেলায় ধানক্ষেত থেকে নুসরাত খাতুন (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ
প্রথম নিউজ, নাটোর: নাটোরের লালপুর উপজেলায় ধানক্ষেত থেকে নুসরাত খাতুন (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আব্দুলপুর এলাকার ধানক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুসরাত খাতুন আব্দুলপুর কদমতলা গ্রামের বাবু হোসেনের মেয়ে। এ ঘটনায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- একই গ্রামের সাইদুল ইসলাম ও সপ্তম শ্রেণির ছাত্র ইলিয়াস হোসেন ইমন।
স্থানীয়রা জানান, গত ১৯ অক্টোবর দুপুর থেকে নুসরাত নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে। শিশুর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: