লঞ্চ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার
পটুয়াখালীতে ঢাকা গামী ডাবল ডেকার এমভি সম্রাট -৭ লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ
প্রথম নিউজ, পটুয়াখালী: পটুয়াখালীতে ঢাকা গামী ডাবল ডেকার এমভি সম্রাট -৭ লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকা গামী ডাবল ডেকার এমভি সম্রাট -৭ লঞ্চের স্টাফ কেবিনে থেকে ওই নারীর লাশ উদ্ধার করে জেলা পুলিশ।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মাহফুজুর রহমান বলেন, ঢাকা থেকে পটুয়াখালী আগত ডাবল ডেকার এমভি সম্রাট -৭ লঞ্চ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চের স্টাফ কেবিনটি বাহির থেকে তালা দেওয়া ছিল। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানান লঞ্চ স্টাফরা। তারা এসে তালা ভেঙে মহিলার লাশটি দেখতে পায়।
এখন পর্যন্ত নারীর কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। এখানে সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ কাজ করছে। নারীর পরিচয় পাওয়া গেলে তার মোটিভ জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: