দলীয় আইনজীবীদের আদালত বয়কটের আহ্বান গয়েশ্বরের

আজ বুধবার (১২ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

দলীয় আইনজীবীদের আদালত বয়কটের আহ্বান গয়েশ্বরের

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি দলীয় আইনজীবীদের আদালত বয়কট করার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার (১২ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।   

এসময় গয়েশ্বর বলেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নাল আবেদিন কিছু কথা বলেছেন। এখানে সুপ্রিম কোর্টের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকনও আছেন। আপনারা আইনজীবীরা যদি মনে করেন শেখ হাসিনা বিচার বিভাগকে কুক্ষিগত করেছে এবং আদালতে ন্যায় বিচারের পরিবর্তে আওয়ামী বিচার প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে আপনারা সারাদেশের আইনজীবীরা কয়েকদিনের জন্য আদালতে যাওয়া বন্ধ করে দেন। আপনারা যদি আদালতে যাওয়া বন্ধ করে দেন তাহলে আমরা গায়েবি মামলার হাজিরা দিতে আদালতে যাব না। 

তিনি বলেন, আজ সকাল থেকে ঢাকায় প্রবেশের বিভিন্ন রাস্তা এবং বাস বন্ধ করে দেওয়া হয়েছে সত্যি... কিন্তু নেতাকর্মীরা পায়ে হেঁটে সমাবেশে এসেছে। আজ এখানে আমাদের সমাবেশ হচ্ছে, অন্যদিকে বায়তুল মোকাররমে ওবায়দুল কাদেরের নেতৃত্বে সমাবেশে হচ্ছে। খবর এসেছে— সেখানে ইতোমধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে।

এই বিএনপি নেতা বলেন, এখন থেকে আমাদের ভাষা হবে কেউ রক্ত নিতে এলে আমরা পাল্টা রক্ত নেব। আমার গায়ে কেউ আঘাত করতে এলে তাকে একটা নয় পাল্টা দুইটা আঘাত করব। যুদ্ধের ময়দানে নীতিবাক্য দিয়ে হয় না। গণতন্ত্র আদায়ে যা কিছু করবেন তা আইনসিদ্ধ।