আ.লীগ নেতা জয়নাল হাজারীর মৃত্যু
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রথম নিউজ, ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল হাজারী মারা গেছেন। আজ সোমবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী তাঁর এলাকার সাবেক সাংসদ জয়নাল হাজারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জয়নাল হাজারীর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক জানিয়েছেন।
ল্যাব এইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা বলেছেন, জয়নাল হাজারী হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। গত ১৫ ডিসেম্বর তিনি এই হাসপাতালে ভর্তি হন। আজ বিকাল ৫টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: