দীর্ঘদিন পর দুই নাতনি ও পুত্রবধূর সঙ্গে খালেদা জিয়ার ঈদ

এই ঈদে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার পুত্রবধূ শর্মিলী রহমান এবং দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। 

দীর্ঘদিন পর দুই নাতনি ও পুত্রবধূর সঙ্গে খালেদা জিয়ার ঈদ

প্রথম নিউজ, অনলাইন: দীর্ঘদিন পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যতিক্রম ঈদ করেছেন। কারণ, এই ঈদে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার পুত্রবধূ শর্মিলী রহমান এবং দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। 

প্রসঙ্গত, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথির মেয়ে জাফিয়া ও জাহিয়া। দাদির সঙ্গে ঈদ করতে বৃহস্পতিবার দুপুরে দেশে পৌঁছান তারা। এ সময় তাদের মা শর্মিলা রহমান তাদেরকে রিসিভ করেন।  

এর প্রায় এক মাস আগে ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।