ঈদের সালামি নিতে গিয়ে ২ যুবক গ্রেফতার

সোমবার  বিকালে মিরপুর ২ নম্বর  বড়বাগ বসতি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঈদের সালামি নিতে গিয়ে ২ যুবক গ্রেফতার

প্রথম নিউজ, অনলাইন: ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার  বিকালে মিরপুর ২ নম্বর  বড়বাগ বসতি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলেন-  শাকিল আহমেদ (৩০) ও মো. আশফাকুর রহমান সজিব (২৮)।  এর মধ্যে  শাকিল ২০১৬ সালে এক গার্মেন্টস কর্মী গণধর্ষণ মামলার আসামি এবং সজিব অস্ত্র মামলার আসামি। 

পুলিশ জানায়, গ্রেফতার দুজনই মিরপুরের চিহ্নিত অপরাধী। শাকিল আহমেদের বিরুদ্ধে ৫টি এবং আশফাকুর রহমান সজিবের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তারা বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছিল। তারা ঈদ সালামির নামে বড়বাগ বসতি আবাসিক এলাকায় বিভিন্ন বিভিন্ন অংকের চাঁদা দাবি করে।  চাঁদা দিতে অস্বীকৃতি জানালে 'সমস্যা হবে' বলেও হুমকি দেয়। পরে এ ব্যাপারে  একটি অভিযোগ দিলে পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা  করা হয়েছে।