দুর্গাপূজা-লক্ষ্মীপূজায় ৬ দিন বন্ধের কবলে আখাউড়া স্থলবন্দর

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুর্গাপূজা-লক্ষ্মীপূজায় ৬ দিন বন্ধের কবলে আখাউড়া স্থলবন্দর

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: দুর্গাপূজা ও লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (১৭ অক্টোবর) আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর শনিবার থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৭ অক্টোবর ও ২৮ অক্টোবর শনিবার পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ থাকবে। তবে ২৯ অক্টোবর সকাল থেকে বাণিজ্য স্বাভাবিক থাকবে।

আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে ২১-২৪ অক্টোবর এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মাঝখানে ২৫-২৬ অক্টোবর আমদানি-রপ্তানি চলবে। আর রোববার থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।