দ্বিতীয় মেয়াদে কেমন করবেন হাথুরুসিংহে?
প্রথমবার তার যাওয়াটা সুখকর ছিল না। এবার তার আসা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বার বাংলাদেশ দলের কোচ হয়ে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রথমবার তার যাওয়াটা সুখকর ছিল না। এবার তার আসা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বাংলাদেশের অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিম জানালেন, এবার প্রেক্ষাপট ভিন্ন, সময়ও ভিন্ন। তাই তিনি কেমন করবেন, সেটা দেখতে অপেক্ষায় থাকতে হবে। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে ফাহিম বলেন, ‘আমাদের তো একজন কোচ দরকার। আর এই মুহূর্তে ভালো কোচ পাওয়া কঠিন। হাথুরু ভালো কোচ নন, তা বলছি না।’
হাথুরু প্রথম মেয়াদে সফল ছিলেন। দ্বিতীয় মেয়াদে তিনি কেমন করবেন? ফাহিম বলেন, ‘হাথুরুসিংহে কেমন করবে সেটা সে এলেই বোঝা যাবে। প্রথম যখন দায়িত্ব নিয়েছিল, তখন আমাদের প্রেক্ষাপট এক রকম ছিল। দলের শক্তি এক রকম ছিল। এখন আমরা এক জায়গায় আছি। এখানে চ্যালেঞ্জ ভিন্ন। সে বোর্ডের সমর্থন পায়। সেটা ওর কাজে লাগানো উচিত।’ তিনি বলেন, ‘হাথুরুসিংহে এসে কেমন করে, তার দর্শন কেমন হয়, সেজন্য আমাদের একটু অপেক্ষা করা উচিত। কোনো পরিবর্তন এসেছে কি না, দলকে কীভাবে মোটিভেট করে, ড্রেসিংরুমটা কীভাবে রাখে, উঠতি ও সিনিয়র ক্রিকেটারদের কীভাবে পরিচালনা করবে, সেটা গুরুত্বপূর্ণ।’
প্রথম মেয়াদে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। ফাহিম বলেন, ‘ভালো ছিল না, এ ব্যাপারে আমি নিশ্চিত নই। এখনো যে সে রকম থাকবে তেমন কোনো কথা নেই। প্রেক্ষাপট যেহেতু বদলেছে, সবকিছুই বদলাতে পারে। আমি নিশ্চিত, একজন কোচ যখন আসে, ভালো কিছুই করতে চায়। সেও ভালো কিছু করতে চাইবে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: