দীপিকার বিরুদ্ধে থানায় অভিযোগ
এবার বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বাইয়ের সাকিনাকা থানায়
প্রথম নিউজ, ডেস্ক : এবার বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বাইয়ের সাকিনাকা থানায়। ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানে গেরুয়া বিকিনি পরেছেন অভিনেত্রী। এর প্রতিবাদে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই শনিবার (১৭ ডিসেম্বর) জানিয়েছে, অভিযোগে সিনোমর প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং অভিনেত্রীর বিরুদ্ধে একটি ফার্স্ট ইনফর্মেশন রিপোর্ট দায়ের করার অনুরোধ করা হয়েছে।
দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে এফআইআর করার অনুরোধ করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে কোনো এফআইআর দায়ের করা হয়নি এখনো।
জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সংসদ সদস্য গিরিরাজ সিংহ শনিবার ‘পাঠান’ অভিনেতা শাহরুখ খানকে ইসলাম এবং হজরত মুহাম্মদ (স.) জীবন নিয়ে একটি সিনেমা তৈরি করার চ্যালেঞ্জ জানিয়েছেন।
‘পাঠান’ বিতর্কের প্রতিক্রিয়ায়, বিজেপি নেতা বলেন যে বলিউড তারকা যদি ইসলাম এবং হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে সিনেমা তৈরি করেন তবে তিনি তাকে ধর্মনিরপেক্ষ বলে বিবেচনা করবেন। গিরিরাজ সিংহের মতে, বলিউডের কিছু প্রযোজক এবং অভিনয়শিল্পী হিন্দুদের উপহাস করার জন্য চলচ্চিত্র তৈরি করেন।
উল্লেখ্য, ১২ তারিখ মুক্তি পেয়েছে ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’। গানটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হলেও সেই গানেরই একটি পোশাক নিয়ে আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
তার মতে ছবির পোশাক ও দৃশ্যগুলি ‘অশ্লীল এবং নিন্দনীয়’। তিনি জানিয়ে দেন, ওই দৃশ্য বা পোশাক হয় বদলাতে হবে নয়তো মধ্যপ্রদেশে ছবির মুক্তি নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে তাদের।
এই বিতর্কের মধ্যে মুখ খুলেছেন নরোত্তম মিশ্র। তিনি বলেন, ‘অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোশাক অত্যন্ত আপত্তিকর এবং গানটি নোংরা মানসিকতা নিয়ে শ্যুট করা হয়েছে। গানের দৃশ্য ও পোশাক পরিবর্তন করতে হবে, নয়তো মধ্যপ্রদেশে ছবির প্রদর্শনের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’ একইসঙ্গে দীপিকা পাড়ুকোন ‘টুকড়ে টুকড়ে’ গ্যাং-এর সমর্থক বলেও কটাক্ষ করেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews