দক্ষিণ সিটির সাবেক জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার মারা গেছেন
প্রথম নিউজ, ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় মারা গেছেন। তিনি ডিএসসিসির ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শনিবার (৪ নভেম্বর) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত ৩টায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ডিএসসিসি পরিবার গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডিএসসিসি পরিবার।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, উত্তম কুমার রায় ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ডাক্তারের ভাষ্যমতে তিনি ক্যান্সারের চতুর্থ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।