তথ্যমন্ত্রী দারিদ্র্য নিয়ে উপহাস করছেন: রিজভী

তিনি বলেন, ইয়াকুবের বেটা বেকুব এই সিইসি। সিইসি বিরোধীদলকে উস্কানি দিচ্ছেন যে তোমরাও সন্ত্রাস করো।

তথ্যমন্ত্রী দারিদ্র্য নিয়ে উপহাস করছেন: রিজভী
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মানুষের দারিদ্র্য নিয়ে আর সিইসি কাজী হাবিবুল আউয়াল জনগণের ভোট নিয়ে উপহাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার (৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ।

বিরোধীদলকে মাঠ ধরে রাখতে হবে’ প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ইয়াকুবের বেটা বেকুব এই সিইসি। বিরোধী দল মাঠ ধরে থাকবে কী? মাঠ তো সমান থাকবে, স্বচ্ছ থাকবে, সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও তার নির্বাচন কমিশনের। কিন্তু এই লুটেরা, ডাকাত সরকারের আমলে কী মাঠ সমান থাকবে? সেটা কি আপনি জানেন না? তথ্যমন্ত্রী মানুষের দারিদ্রতা নিয়ে আর সিইসি জনগণের ভোট নিয়ে উপহাস করছেন। সিইসি বিরোধীদলকে উস্কানি দিচ্ছেন যে তোমরাও সন্ত্রাস করো।

তথ্যমন্ত্রীর এক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, এটা তো আপনি বলবেন, কারণ আপনি তো বিনাভোটের মন্ত্রী। আপনি তো গ্রামে যান না, আপনি তো হাটবাজারে যান না, আপনি তো রেললাইনের ধারে যান না,আপনি প্লেনে,প্লেনে উড়ে বেড়ান, দামি গাড়িতে করে বাড়ি যান, কড়াইল বস্তিতে তারা বানু কীভাবে জীবন যাপন করছে সেটি আপনার চোখে পড়ে। তাই আপনি মানুষের দারিদ্রতা নিয়ে উপহাস করছেন।

সরকারের উদ্দেশ করে বিএনপির এই মুখপাত্র বলেন, আপনি ফ্লাইওভার দেখান, আপনি উড়াল সেতু দেখান দেখান, আপনি মেট্রোরেল দেখান, এটা তো অতিতেও স্বৈরশাসকরা দেখিয়েছেন। এটা মিশরও দেখিয়েছে। তারপর কী দেখলাম- নিরন্ন মানুষের যাদের জন্য হাসপাতাল নেই, স্কুল নেই। এইভাবে লুটপাটের রাজত্ব হয় স্বৈরশাসকদের আমলে। যেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার আমলে।

১/১১ এর প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, জুন মাসে শেখ হাসিনা গ্রেফতার হলেন, আমি ম্যাডামকে (খালেদা জিয়া) টেলিফোন করলাম- ম্যাডাম আমি কি স্টেটমেন্ট দেবো? তিনি বললেন- অবশ্যই দাও। তার পরে আমি দিলাম। পরে দেখি গয়েশ্বর চন্দ্র রায়, হান্নান শাহ তারাও স্টেটমেন্ট দিলেন। অথচ আওয়ামী লীগের লোকেরাও তখন স্টেটমেন্ট দেয়নি শেখ হাসিনার মুক্তির জন্য। আর শেখ হাসিনা তার প্রতিদান দিয়েছেন দেশের একজন অবিসংবাদিত নেত্রীকে মিথ্যা মামলায় কারাবন্দি করে। আজও তিনি মুক্ত নন। এখন তিনি নানাভাবে খালেদা জিয়াকে নির্যাতন করছেন। এটাই হচ্ছে পার্থক্য।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom