তৃতীয় সিজনেও জনপ্রিয়তার শীর্ষে ‘আশ্রম’

তৃতীয় সিজনের দ্বিতীয় ভাগ মুক্তি পেয়েছে, এটিও ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে, আসতে পারে চতুর্থ সিজন

তৃতীয় সিজনেও জনপ্রিয়তার শীর্ষে ‘আশ্রম’

প্রথম নিউজ, অনলাইন:   ভারতের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘আশ্রম’। ববি দেওল অভিনীত সিরিজটি পরপর দুটি সফল সিজনের পর তৃতীয় সিজনেও দারুণ সাড়া ফেলে। তৃতীয় সিজনের প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও ‘আশ্রম’ দর্শকমনে দুর্দান্ত প্রভাব ফেলেছে।

আশ্রমের গল্প তৈরি হয়েছে ভণ্ড এক সাধুকে ঘিরে।
সেই ভণ্ড সাধুর বিলাসবহুল আশ্রম আর অগণিত ভক্ত। বাস্তবের দুনিয়ার এই ‘নামি’ ভণ্ড সাধুর কী পরিণতি হয়েছে, তা কারো অজানা নয়। রিল লাইফের ভণ্ড সাধুর পরিণতিও যে একই পথে এগোচ্ছে, তা আশ্রম সিরিজের প্রথম থেকেই আন্দাজ করা গিয়েছিল। কিন্তু কিভাবে আজকের রাজা কাল ভিখারিতে পরিণত হবে, সেটাই ছিল কৌতূহলের জায়গা।
তা দেখতেই নতুন করে এম এক্স প্লেয়ার ডাউনলোড করে চোখ রাখা বাবা নিরালার আশ্রমের দিকে। সত্যি কথা বলতে এবার নিরাশ হতে হয়নি। বরং অবশেষে যে ‘ভগবানে’র দীর্ঘ কাহিনি অন্তিম লগ্নে এসে পৌঁছেছে, সেটা দেখে স্বস্তি পাওয়া গেল।

বাস্তবের ঘটনায় ভিত্তি করে ছবি তৈরি করতে ভালোবাসেন পরিচালক প্রকাশ ঝা।
একইভাবে ওটিটি প্ল্যাটফরমেও হৈচৈ ফেলে দিয়েছিল তাঁর ‘আশ্রম’। ববি দেওলকে সাধুর চরিত্রে এনে বেশ চমকে দিয়েছিলেন পরিচালক। তারপর ‘জপনাম, জপনাম’ বলতে বলতে ভক্তি, ভয়, মাদকপাচার, যৌনতা, রাজনীতি, পালটা রাজনীতির মোড়কে এগিয়ে যায় গল্প। সিরিজের তৃতীয় ভাগে নায়িকাকেই (পাম্মি) তোলা হয় কাঠগড়ায়। আর হাজারো ‘পাপ’ করেও বহাল তবিয়তে নিজের সাম্রাজ্য বিস্তার করতে থাকে ভগবান নিরালা।
সদ্য মুক্তি পাওয়া তৃতীয় সিজনের দ্বিতীয় ভাগে পরিচালক দর্শকদের নিয়ে গিয়েছিলেন মন্টি ওরফে নিরালার ‘সাধু’ হয়ে ওঠার দিনগুলোতে। কিভাবে সন্তকে সরিয়ে ছলেবলে কৌশলে সেই আসন দখল করেছিল মন্টি (ববি দেওল) এবং তার বন্ধু ভোপে (চন্দন রায় সান্যাল)। এটা যেমন গল্পের এক পিঠ, তেমনই অন্য পিঠে উঠে আসে পাম্মি পহেলবানের ফন্দি। বাবা নিরালাকে উচিত শিক্ষা দিতে প্রতিনিয়ত নানা ছক কষছে সে। আর সেই ছকেই শেষমেশ পর্দাফাঁস হয় সাধুর। সেই সঙ্গে শাসনের সিংহাসনে নতুন বাবার আগমন। সব মিলিয়ে সিরিজের ‍তৃতীয় সিজনের সমাপ্তি বেশ পছন্দই করেছেন দর্শকরা। 

আশ্রমের প্রথম সিজন মুক্তি পায় ২০২০ সালে। মুক্তির পরই ব্যাপক সাড়া ফেলে সিরিজটি। একই বছর আসে দ্বিতীয় সিজন। সেটিও লুফে নেয় দর্শকরা। তারপর ২০২২ সালে তৃতীয় সিজনের প্রথম ভাগ মুক্তি পায়। সর্বশেষ তৃতীয় সিজনের দ্বিতীয় ভাগে আশ্রমের বাবা নিরালার মুখোশ উন্মোচন হয়। তার অপরাধের সব জগতও প্রকাশ্যে আসে। তাহলে কি এখানেই শেষ? দর্শকদের মনে এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন। তবে নির্মাতারা ইঙ্গিত দিয়ে রেখেছেন এর চতুর্থ কিস্তি আনার।