ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ২৩

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ২৩

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২১ হাজার ৫৫৮ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ১৬ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
গ্রেফতার ২৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা করা হয়েছে।