আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক ৯ নভেম্বর

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক ৯ নভেম্বর

প্রথম নিউজ, ঢাকা : আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর)। বিকেল ৫টায় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠক উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার (৭ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের কোভিড-১৯ টেস্ট হচ্ছে।
জানা গেছে, প্রায় তিন মাস পর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক হতে যাচ্ছে। চলতি বছর ১২ আগস্ট সর্বশেষ বৈঠক হয়। এবারের বৈঠকে নির্বাচন পরিচালনার জন্য নানা উপ-কমিটি গঠন, বিএনপি-জামায়াতের আন্দোলন মোকাবিলায় কৌশল নির্ধারণ এবং সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হবে।