ঢাকায় নারী সমাবেশ করবে বিএনপি
মঙ্গলবার (৬ জুন) বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রথম নিউজ, অনলাইন: নারী নির্যাতনের প্রতিবাদে এবং ভোটের অধিকার নিশ্চিত করার দাবিতে ঢাকায় নারী সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার (৫ জুন) বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (৬ জুন) বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, স্থায়ী কমিটির সভায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, সারা দেশে নারী নির্যাতন বৃদ্ধি এবং ভোটের অধিকার নিশ্চিত করার দাবিতে সুবিধা মতো সময়ে ঢাকায় একটি নারী সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে প্রস্তুতি ও সমন্বয় করার জন্য স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বর্তমান সরকারের নজিরবিহীন দুর্নীতির কারণে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় চরম সংকট সৃষ্টি হয়েছে। জবাবদিহিতার অভাবে দুর্নীতির লক্ষ্যে অপরিকল্পিতভাবে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন, বিদ্যুৎ উৎপাদন ব্যতিরেকে ক্যাপাসিটি চার্জ প্রদান, ভারতের আদানি গ্রুপের সঙ্গে ২৫ বছরের অসম বিদ্যুৎ চুক্তি আজকের সংকটের প্রধান কারণ।