ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কারাগারে অসুস্থ হয়ে পড়ে হাজতি আতিকুর। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল পৌনে ৭টায় মৃত ঘোষণা করেন।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আতিকুর রহমান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ রোববার(২৮ মে) ভোর ৫টায় কারাগারে অসুস্থ হয়ে পড়ে হাজতি আতিকুর। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল পৌনে ৭টায় মৃত ঘোষণা করেন।
আতিকুর রহমানকে নিয়ে আসা কারারক্ষী শাকিল বলেন, আতিকুর রহমান ভোর পাঁচটার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়ে। কারা কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল পৌনে সাতটায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, কারাগারে সে কি মামলায় হাজতি হিসেবে ছিল সে বিষয়টি বলতে পারছি না। তার বাবার নাম মৃত সামাদ মোল্লা। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।