ডেমরায় পুলিশের অভিযান, গুলিতে যুবক আহত
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর ডেমরায় পুলিশের ‘ডাকাত ধরার’ অভিযানে গুলিতে মিনহাজিন আবেদীন ফাহিম (২৭) নামের এক যুবক আহত হয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতের এই অভিযানে গুলিতে আহত যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ যুবক ফাহিম ঢামেকের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার জালাকান্দি নামক স্থানের ডাকাতির আসামি মো. সজীব ডিএমপির ডেমরা থানা এলাকার ডেমরা স্টাফ কোয়ার্টারের বামৈল মাদবরবাড়ি রোড এলাকার ফাহিমদের ভাড়াটে। ডেমরা থানা পুলিশের সহায়তায় আড়াইহাজার থানা পুলিশ আসামি সজীবকে গ্রেফতার করতে গেলে আসামি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় শটগানের গুলি ছোড়ে। এ সময় সেখানে আহত হন ফাহিম। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সজীবকে লক্ষ্য করে গুলি চালালে ফাহিমের ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হয় বলে সাংবাদিকদের জানান তার স্ত্রী বৃষ্টি আক্তার।