ডেঙ্গু আতঙ্কের মধ্যে কলকাতায় ম্যালেরিয়া আক্রান্ত বৃদ্ধার মৃত্যু
প্রথম নিউজ, ডেস্ক : আসন্ন পুজোর মধ্যেই ভারতের কলকাতায় ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। এবার যুক্ত হলো ম্যালেরিয়া! রাজ্যের হাওড়ার এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ম্যালেরিয়ায়। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
জানা গেছে, মৃতের নাম লালবানু মন্ডল। তার বয়স ৮০ বছর। লালবানু মণ্ডলের বাড়ি হাওড়ার জোমজুড়ে। জ্বর-সহ আরও বেশ কিছু উপসর্গ নিয়ে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন লালবানু।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৮ হাজার ৫৩৫ জন। এর মধ্যে শহরাঞ্চলে ৫ হাজার ৪৪৬ ও গ্রামাঞ্চলে ২ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৬ জন। বিধাননগর পুর-এলাকায় ১ হাজার ৯১৬, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ৯১৭, বারাসাত পুর-এলাকায় ২৩৯ জন আক্রান্ত। গ্রামাঞ্চলের মধ্যে আমডাঙা ব্লকে ৪৭৬, বনগাঁ ব্লকে ৬৩২, হাবড়া ২ নম্বর ব্লকে ৩৭৭, রাজারহাট ব্লকে ২৭৯ এবং দেগঙ্গা ব্লকে ১৯৯ জন আক্রান্ত হয়েছেন।