ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে মাছিমপুর নিশাত মহল্লায়।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের টঙ্গী মিলগেট মাছিমপুর এলাকায় ডাকাত সন্দেহে শাহ আলী (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে মাছিমপুর নিশাত মহল্লায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত শাহ আলী মিলগেট মাছিমপুর এলাকার নিশাত মহল্লার মৃত-সেরিকুলে ছেলে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একদল দুর্বৃত্ত নিশাত মহল্লা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে মহল্লাবাসী কয়েকজন মিলে তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে অপর দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হলেও শাহ আলী ধরা পড়ে যায়। এ সময় ক্ষিপ্ত মহল্লাবাসীর গণপিটুনিতে শাহ আলী গুরুতর আহত হন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।