বাবাকে বাঁচাতে গিয়ে নির্যাতনের শিকার তরুণী, ভিডিও ভাইরাল
মঙ্গলবার বিকাল ৫টার দিকে দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে তরুণীকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণীর মা ফিরোজা বাদী হয়ে সাতজনকে আসামি করে দুলারহাট থানায় মামলার করলে পুলিশ শাহিন ও ফিরোজ নামে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
ভুক্তভোগী তরুণী জানান, জমিসংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা করেন তরুণীর বাবা। মঙ্গলবার ওই মামলার হাজিরা ছিল। অভিযুক্ত নুরনবী, কবির, শাহিন, ফিরোজ, আয়শা, সাথি ও খতেজারা মামলার হাজিরা দিয়ে বাড়ি এসে তরুণীর বাবাকে মারধর শুরু করে। বাবাকে বাঁচাতে মেয়ে সেখানে ছুটে গেলে তাকেও মারধর করে শাহিন ও ফিরোজ। এ সময় আহত হন তরুণীর আরও কয়েকজন স্বজন। পরে আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
দুলারহাট থানার ওসি (তদন্ত) মো মুহিবুল্লাহ জানান, মঙ্গলবার রাতে মারধরের ঘটনায সাতজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী তরুণীর মা। পরে শাহিন ও ফিরোজ নামে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।