চিকিৎসাধীন এক বন্দির মৃত্যু
বুধবার সকালের দিকে সেখানেই তার মৃত্যু হয়। তার বাবার নাম নজরুল মিয়া। বান্দরবানের লামা উপজেলার আজিজনগর গ্রামে তার বাড়ি।
প্রথম নিউজ, অনলাইন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বন্দির মৃত্যু হয়েছে। তার নাম নুর ইসলাম (৫০)। তিনি অস্ত্র মামলার আসামি হিসাবে দীর্ঘদিন ধরে কারাবন্দি ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, চিকিৎসার জন্য নুর ইলাসমকে ২১ ডিসেম্বর চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়। কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে রাজধানীর কয়েকটি হাসপাতালে তার চিকিৎসা হয়েছে। সর্বশেষ ১২ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বুধবার সকালের দিকে সেখানেই তার মৃত্যু হয়। তার বাবার নাম নজরুল মিয়া। বান্দরবানের লামা উপজেলার আজিজনগর গ্রামে তার বাড়ি।
নুর ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম জানান, তার বাবার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা ছিল। এর মধ্যে একটি অস্ত্র মামলায় গত বছর থকে তিনি কারাবন্দি ছিলেন।