গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সভাপতি গ্রেফতার
গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সভাপতি গফুর হাসানকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
প্রথম নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সভাপতি গফুর হাসানকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় রেলওয়ে ষ্টেশন সংলগ্ন গফুর মার্কেটে সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতার গফুর হাসানের বিরুদ্ধে একটি মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মঙ্গলবার সকালে তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। এদিকে শ্রমিকদল সভাপতি গফুর হাসানের গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবি জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: মোফাখখারুল ইসলাম রানা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: