লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
দুই জনের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে আছে

প্রথম নিউজ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। দুই জনের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে আছে।
নিহতরা হলেন—কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মালগাড়া বালাটারী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে ম. ভাসানী (৪৫) এবং একই ইউনিয়নের ময়নারচওড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪৪)।
গোড়ল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে বুড়িরহাট বিওপির অধীন ৯১৭ নম্বর মেইন পিলার এলাকার ৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যান ইদ্রিস ও ভাসানীসহ ৭-৮ জন। এ সময় ভারতীয় কোচবিহার ৭৫-বিএসএফ ব্যাটালিয়নের সাতভান্ডারিয়া ক্যাম্পের টহল দলের সদস্যদের গুলিতে দুই জন নিহত হন। অন্যরা পালিয়ে এসেছে।
গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে নিহত দুই জনের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।
এ বিষয়ে বুড়িরহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার কামাল হোসেন জানান, দুই জন নিহতের খবর পাওয়া গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: