ডিএমপির চার ডিসিসহ ১৯ কর্মকর্তার পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ডিএমপির চার ডিসিসহ ১৯ কর্মকর্তার পদায়ন

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার উপ-পুলিশ কমিশনারসহ (ডিসি) ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাতজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার আটজন কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম পৃথক অফিস আদেশে এ পদায়ন করেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

গোয়েন্দা-মতিঝিল বিভাগের ডিসি রিফাত রহমান শামীমকে গোয়েন্দা-গুলশান বিভাগে, গোয়েন্দা-গুলশান বিভাগের ডিসি মশিউর রহমানকে গোয়েন্দা-লালবাগ বিভাগে, গোয়েন্দা-লালবাগ বিভাগের ডিসি মো. রাজীব আল মাসুদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে এবং ডিসি আর এম ফয়জুর রহমানকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে পদায়ন করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom