ড. ইউনূসকে সাজা দেওয়ায় ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ হেয় প্রতিপন্ন হবে’
সোমবার (১ জানুয়ারি) বিকেলে শ্রম আদালত কর্তৃক সাজা ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে কারাদণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ হেয় প্রতিপন্ন হবে বলে ধারণা করছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ড. ইউনূসের মতো একজন মানুষকে ৬ মাসের সাজা দেওয়া এটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক।
আজ সোমবার (১ জানুয়ারি) বিকেলে শ্রম আদালত কর্তৃক সাজা ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। সুজন সম্পাদক বলেন, এই রায়ের কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমরা হেয় প্রতিপন্ন হব। প্রফেসর ইউনূস দেশের অন্য দশজন মানুষের মতো সাধারণ কোনো মানুষ নয়, তিনি বিশ্ব দরবারে একজন রকস্টারের মতো জনপ্রিয়।
তিনি বলেন, ১৯৯০ সালের শেষের দিকে আন্তর্জাতিক একটি সেমিনারে আমি উপস্থিত ছিলাম, সেখানে ড. ইউনূসসহ তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রীও ছিলেন। বিশ্ব নেতারা সেই অনুষ্ঠানে প্রফেসর ইউনূস সম্বন্ধে বলছিলেন, তিনি হলেন সৃষ্টিকর্তার প্রেরিত একজন ব্যক্তি, যাকে বিশেষভাবে দারিদ্র্য বিমোচনের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। তার মানে বুঝতে হবে ড. ইউনূস আসলে কেমন মানুষ। আমাদের দুর্ভাগ্য জাতি হিসেবে আমরাই তাকে সম্মান দিতে পারলাম না।
এই রায়ের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ওপর কোনো প্রতিক্রিয়া আসতে পারে কি না— জানতে চাইলে বদিউল আলম মজুমদার বলেন, ড. ইউনূসের পক্ষে শতাধিক নোবেল বিজয়ী আছেন, তারা নিশ্চয় এমন রায়ের পর চুপ থাকবেন না। এছাড়াও অসংখ্য বিশ্বখ্যাত ব্যক্তিরা এর আগে ওনার পক্ষে কথা বলেছেন, এখন তারা আসলে কী করবে বা বলবে, আমি বুঝতে পারছি না। এটা দেখার বিষয়।
সুজন সম্পাদক আরও বলেন, সরকার তো বলবে এই রায় বিচারিক আদালত দিয়েছে, যেখানে তাদের কিছু করার নেই। কিন্তু আমাদের দেশে তো আসলে আইনের শাসন নেই। নিজেদের চাহিদা মতো আইন তৈরি করে সেই অনুযায়ী ইচ্ছামতো শাসন করা হয়। এই হলো দেশের অবস্থা।