ঠাণ্ডায় কাঁপছে দিনাজপুরের মানুষ
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে (কুড়িগ্রাম) ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
প্রথম নিউজ, দিনাজপুর: দিনাজপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় দিনাজপুরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েকদিনের মতো আজো তীব্র শীত আর কনকনে ঠাণ্ডায় কাঁপছে দিনাজপুরের মানুষ। সকালে দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন জানান, আজ সকাল ৬ টায় দিনাজপুরে বাতাসের আদ্রতা ছিলো ৯২ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে (কুড়িগ্রাম) ৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে তাপমাত্রা ছিলো ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া রংপুরে ১১.০, ডিমলায় ৯.৬, নওগাঁয় ১০.৩, রাজশাহীতে ৯.৬, তেঁতুলিয়ায় ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: