টাঙ্গাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ গ্রেফতার
বৃহস্পতিবার বিকালে শহরের বেপারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে শহরের বেপারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, গত ২৯ অক্টোবরের নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি এ মামলা ছাড়াও অন্য কোনো মামলায় আসামি কিনা সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, ২৮ অক্টোবর দুপুরে হরতালের সমর্থনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া এলাকায় মিছিল বের হয়। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) সুবল চন্দ্র পাল বাদী হয়ে দায়ের করেন। মামলায় ২৩ জন নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছিল।