টেক্সটাইল জোন এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের সুপারিশ

টেক্সটাইল জোন এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের সুপারিশ

প্রথম নিউজ, ঢাকা : দেশের বিভিন্ন স্থানের টেক্সটাইল জোন এলাকায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৫ মে) সংসদ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের পরিচিতি পর্ব শেষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বিজেএমসির বন্ধ মিলের লিজ অগ্রগতি ও বিটিএমসির মিল চালুর অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।

এ সময় টেক্সটাইল জোনে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বিটিএমসির বন্ধ মিল চালু করতে প্রয়োজনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) শর্ত শিথিল করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, কমিটির সদস্য আনোয়ারুল আশরাফ খান, আব্দুল মমিন মন্ডল, মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, রাগেবুল আহসান রিপু, মো. নাসের শাহরিয়ার জাহেদী ও মাসুদা সিদ্দীক রোজী বৈঠকে অংশ নেন।

বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শহীদ পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।