টেকসই কৃষির জন্য ৭ হাজার কোটি টাকার প্রকল্প
বুধবার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রকল্পটির উদ্বোধন করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।

প্রথম নিউজ, অনলাইন: কৃষিকে টেকসই ও নিরাপদ করতে নেওয়া নানা পদক্ষেপের অংশ হিসাবে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। সে লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। এটি কৃষির উন্নয়নে এ পর্যন্ত নেওয়া সবচেয়ে বড় প্রকল্প।