টেকনাফে এবার রোহিঙ্গা নেতা অপহরণ, মুক্তিপণ দাবি

টেকনাফের রেজিস্ট্রার ক্যাম্পের ‘এইচ’ ব্লকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বজলুর রহমান।

টেকনাফে এবার রোহিঙ্গা নেতা অপহরণ, মুক্তিপণ দাবি

প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে বসতঘরে ঢুকে এবার এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণের পর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে তারা। বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে টেকনাফের রেজিস্ট্রার ক্যাম্পের ‘এইচ’ ব্লকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বজলুর রহমান।

অপহৃত মো. সেলিম (৫৫) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা ও মাঝি। টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বজলুর রহমান অপহৃতের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার রাত ১০টার দিকে রোহিঙ্গা নেতা মো. সেলিমের বাড়িতে ১০-১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বসতঘর থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহৃত ভিকটিমের পরিবারের কাছে সন্ত্রাসীরা মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকিও দিয়ে আসছে তারা।

টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এপিবিএন কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. মাঈন উদ্দিন জানান, সেলিম নামে এক মাঝিকে অপহরণের খবর পেয়ে তাকে উদ্ধারে প্রচেষ্টা চলছে। অপহৃতকে উদ্ধারে পুলিশের একাধিক টিম ক্যাম্পসহ আশপাশের পাহাড়ে অভিযান চালাচ্ছে বলে দাবি করেন তিনি।