জয়ার ফোন না ধরলে কী হয়? নিজেই জানালেন অমিতাভ 

বলিউডের সুখি দম্পতিদের মধ্যে অন্যতম অমিতাভ-জয়া। তাদের প্রেমকাহিনী ঘোরে মানুষের মুখে মুখে

জয়ার ফোন না ধরলে কী হয়? নিজেই জানালেন অমিতাভ 
জয়ার ফোন না ধরলে কী হয়? নিজেই জানালেন অমিতাভ - প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বলিউডের সুখি দম্পতিদের মধ্যে অন্যতম অমিতাভ-জয়া। তাদের প্রেমকাহিনী ঘোরে মানুষের মুখে মুখে। বাড়িতে কেমন কাটে তাদের দিন, এ নিয়েও ভক্তদের কৌতূহলের সীমা নেই। স্ত্রীর ফোন যদি না ধরেন, তা হলে অমিতাভকে কি বকুনি দেন জয়া? সম্প্রতি অমিতাভকে এক ভক্তের এমন প্রশ্নেরই মুখোমুখি হতে হয়েছিল। 

রাখঢাক না করেই ভক্তের প্রশ্নের জবাব দিয়েছেন বিগ বি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা কেবিসির প্রতিযোগী গুজরাটের ভূপেন্দ্র চৌধুরির ওই প্রশ্নের উত্তরে অমিতাভ বলেন, আমার মনে হয়, সব পুরুষই আমার অবস্থার সঙ্গে সহমত হবেন। ও দিক থেকে ফোন এলো। আর আপনি সেই ফোন ধরলেন না। ব্যস, তা হলে হয়ে গেল! 

এর পরই জয়ার প্রসঙ্গে অমিতাভ বলেন, ও যখনই ফোন করবে, তখনই সেই ফোন ধরতে হবে। 

কিন্তু শুটিংয়ের কাজে ব্যস্ত থাকেন মেগাস্টার। এত ব্যস্ততার ফাঁকে সব সম য়কিভাবে জয়ার ফোন ধরেন অমিতাভ? কিভাবে সামলান সবটা? এ ব্যাপারেও খোলসা করেছেন বিগ বি। স্ত্রীর ফোন মিস করা নিয়ে যাতে ঝামেলা না হয়, তাই নিজেই উপায় বার করেছেন অভিনেতা। তিনি বলেছেন, আমার সেক্রেটারিকে বলা আছে, ওর (জয়া) ফোন এলে যেন রিসিভ করেন। আমি কী করছি, কোথায় আছি, এ সবটা যেন জানান। 

তবে এতেও স্ত্রীর কাছ থেকে কথা শুনতে হয় অমিতাভকে। বিগ বি বলেন, সেক্রেটারি ফোন ধরলে আবার ও বলে যে, এখন তোমার সঙ্গে কথা বলতে গেলে সেক্রেটারি মারফত বলতে হবে! 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom