জয়পুরহাট, চট্টগ্রাম ও সুনামগঞ্জে মিছিল থেকে জামায়াত-শিবিরের ২৪ নেতাকর্মী আটক

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের নায্য অধিকার আদায়সহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে জয়পুরহাটে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী।

জয়পুরহাট, চট্টগ্রাম ও সুনামগঞ্জে মিছিল থেকে জামায়াত-শিবিরের ২৪ নেতাকর্মী আটক

প্রথম নিউজ ডেস্ক: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের নায্য অধিকার আদায়সহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে জয়পুরহাটে গণমিছিল করেছে জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখা।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার সগুনা এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি হিচমি-পুরানাপৈল বাসপাস সড়কের সগুনা প্রধান সড়কে উঠলে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় গোয়েন্দা পুলিশ ধাওয়া দিয়ে ১২ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করে। গোয়েন্দা পুলিশ ৬ রাউন্ড গুলি ছুড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়।

আটকৃতরা হলেন- সদরের কাশিড়াবাড়ি এলাকার বাসিন্দা জামায়াত ইসলামীর সদস্য শহিদুল ইসলাম (৫৫), শহরের প্রফেসরপাড়া মহল্লার আমিনুল ইসলাম (৫০), হাটুভাঙ্গা এলাকার বাসিন্দা জামায়েত ইসলামী সদর উপজেলা শাখার সহ-সভাপতি শাহ আলম দেওয়ান (৪৫), শিবিরকর্মী ১০ শ্রেণির ১৬ বছর বয়সী একজন ছাত্র, মিটনা গ্রামের বাসিন্দা ও জামায়াতের সদস্য নাহিদুল ইসলাম (৩০), কড়ই এলাকার বাসিন্দা ছাত্র শিবিরের জেলা সভাপতি আসাদুল ইসলাম (২৮), পাঁচবিবির জাম্বুবান এলাকার বাসিন্দা ও জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (২৭), ওই এলাকার বাসিন্দা শিবিরের সদস্য সোহরাব হোসেন (২২), পাঁচবিবির লকনাহার গ্রামের মেশকাত শরীফ (২৩), সদরের ঘোনাপাড়া এলাকার বাসিন্দা শিবির কর্মী মেহেদি হাসান (২০), সদরের শ্যামপুর এলাকার মো. শিপন (২৬) এবং মো. নূরনবী (২৪)।

গোয়েন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে। জয়পুরহাট জেলা জামায়াত কেন্দ্রীয় কর্মসূচির পালনের জন্য জয়পুরহাট জেলা শহরের বাইরে হিচমি-পুরানাপৈল বাইপাস সড়কের সগুনা মোড়ে স্থান নির্ধারণ করে। সময়টাও বেছে নেওয়া হয় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে। ফজরের নামাজের পর থেকে দলীয় নেতাকর্মীরা একে একে দলীয় কর্মসূচি পালনের নির্ধারিত স্থান সগুনা মোড়ে জড়ো হতে শুরু করে। গোয়েন্দা পুলিশের সদস্যরা আগেই সগুনা এলাকায় অবস্থান নিয়েছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করেন।

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নুরে আলম বলেন, সকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতার চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ সেখানে গেলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে সেখান থেকে জামায়াত-শিবিরের ১২ জন নেতাকর্মীকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি ব্যানার, দশটি ককটেল ও  লাঠাসোঁটা জব্দ করা হয়।

চট্টগ্রামে জামায়াতের মিছিল থেকে আটক ৮: চট্টগ্রামে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন এ তথ্য জানিয়েছেন। তবে আটককৃতদের পরিচয় জানায়নি পুলিশ।

জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‍মুক্তির দাবিতে সকালে পাঁচলাইশ থানার শুলকবহর মাদ্রাসার সামনে থেকে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন।  পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দীন জানান, সকালে শুলকবহর মাদ্রাসার সামনে থেকে মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এর সময় আট জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী আটক: নাশকতা পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জে জামায়াত ও শিবিরের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ও কাজির পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিক চার নেতাকর্মীর নাম জানা যায়নি। পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলা বিএনপির গণমিছিলে অংশ নিয়ে সুনামগঞ্জ পৌর শহরে নাশকতা পরিকল্পনা করেন জামায়াত-শিবিরের চার নেতাকর্মী। বিষয়টি বুঝতে পেরে পৌর শহরের উকিলপাড়া ও কাজির পয়েন্ট এলাকার গণমিছিল থেকে তাদের আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom