জয় বাংলা স্লোগান,নারীসহ একাধিক লীগ কর্মীকে মারধর ও গ্রেফতার
আজ রবিবার বিকেল তিনটার পর সরেজমিন দেখা যায়, বঙ্গবন্ধু এভিনিউতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন।
প্রথম নিউজ, অনলাইন: আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির ডাকা কর্মসূচিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকা। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আজ রবিবার বিকেল তিনটার পর সরেজমিন দেখা যায়, বঙ্গবন্ধু এভিনিউতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন। তাদের আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী লীগের বিচার দাবিতে ছোট মিছিল ও ছোট সমাবেশ করেন তারা।
বিকেল সাড়ে তিনটার পর আওয়ামী লীগের তেমন কোনও কর্মসূচি চোখে পড়েনি। তবে, বিভিন্ন সড়কপথে উৎসুক জনতার বেশে ঘোরাফেরা করছেন আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী। পরিস্থিতি অনুকূল না থাকায় তারা উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন না। সাধারণ জনতার বেশে আলাদা আলাদা হয়ে, কেউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়মুখী হলে সতর্ক পাহারায় থাকা বিএনপি নেতাকর্মীরা তাদের পিটুনি দিচ্ছেন। ৩টার পর থেকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে দুজন নারীকে আটক করে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথমে তাদের মারধর করা হয় পরে তাদের কাছে তাদের পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু তারা কোনও উত্তর না দিলে এই দুই নারীকে পুলিশের কাছে তুলে দেন আন্দোলনরত নেতাকর্মীরা।
এদিকে সকাল থেকেই সেখানে অন্তত দুই ডজন আওয়ামী লীগের কর্মী সন্দেহে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও যুবদলের কর্মীরা।