জামায়াতের আমির শফিকুর রহমানকে মুক্তির দাবি বিভিন্ন রাজনৈতিক দলের

আজ বুধবার এক যৌথ বিবৃতিতে তারা জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। 

জামায়াতের  আমির শফিকুর রহমানকে মুক্তির দাবি  বিভিন্ন রাজনৈতিক দলের
জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান

প্রথম নিউজ, ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে  মুক্তির দাবি করেছেন ২০ দলীয় জোটের ১১টি দলের শীর্ষ নেতৃবৃন্দ।  আজ বুধবার এক যৌথ বিবৃতিতে তারা জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। 

নেতৃবৃন্দ বলেন, অনির্বাচিত অবৈধ আওয়ামী সরকার বিরোধী দলের বিরুদ্ধে হামলা-মামলা গ্রেফতারসহ নানা ধরনের হয়রানি অব্যাহত রেখেছে। নেতৃবৃন্দ বলেন  ষড়যন্ত্র করে পুলিশ ও দলীয় ক্যাডার দিয়ে শক্তি প্রয়োগ করে জনগণের ন্যায়-সংগত আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকার বিরোধী দলের উপর দমন-পীড়ন চালিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নামিয়ে আনছে। ভয়-ভীতি দেখিয়ে মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না। নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান এবং এবং বিরোধী দলীয় সকল গ্রেফতারকৃত রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন। 

বিবৃতি দাতারা হলেন: জাতীয় পার্টি ( জাফর)চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলজিপি- মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এডভোকেট আবুল কাশেম, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom