প্রথমবার দেশের বাইরে সিনেমায় পুরস্কার পেলেন মিথিলা
ভারতের হায়দরাবাদের প্রসাদ প্রিভিউ হলে ৯ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের হায়দরাবাদের প্রসাদ প্রিভিউ হলে ৯ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২’। এ ফেস্টিভ্যালে কলকাতার ‘মায়া’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে পুরস্কার লাভ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। শুধু তাই-ই নয়, তাকে দুই বাংলার অভিনয়ে অনন্য অবদান রাখার জন্য এ ফেস্টিভ্যালে ‘মৈত্রী অ্যাওয়ার্ড’ও প্রদান করা হয়।
মিথিলা প্রথমবার দেশের বাইরের কোনো ছবিতে অভিনয় করে এমন সম্মান লাভ করলেন। এ প্রসঙ্গে মিথিলা বলেন, এটি আমার জন্য আনন্দের। কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। ছবিগুলো এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তার আগে ‘মায়া’ ছবি থেকে পুরস্কার পেলাম। খুবই ভালো লাগছে।
মিথিলা আরও বলেন, ১০ ও ১১ ডিসেম্বর পরপর দুদিন ‘মায়’ ছবিটি উৎসবে দেখানো হয়। ছবিটি দেখে দর্শকেরা আমার অভিনয়ের ভীষণ প্রশংসা করেছেন।
মিথিলা অভিনীত‘মায়া’ সিনেমাটি নির্মাণ করেছেন রাজর্ষি দেব। জানা গেছে, ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২’-এ মোট ২১টি সিনেমা দেখানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews