জামালপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম নিউজ.জামালপুর প্রতিনিধি: জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে  আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা মহিলা দল।  আজ শনিবার ৯ সেপ্টেম্বর বিকেলে শহরের স্টেশন রোডস্থ বিএনপি অফিসে  জেলা মহিলা দলের সভাপতি ও জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সহসভানেত্রী এডভোকেট দিলরুবা বেগম, জেলা মহিলা সাধারন সম্পাদিকা ছাইদা বেগম,  জেলা মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদিকা শামীমা বেগম রুবী, মহিলা দল নেত্রী মাহমুদা বেগম, শামীমা বেগম, সুবনা, পিয়ারা হায়দার, ওলামে দলের আহবায়ক গোলাম রব্বানী প্রমূখ। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সভায় এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, দেশে কোন বৈধ সরকার নেই। বৈধ সরকার ছাড়া দেশ পরিচালিত হতে পারে না। দেশের গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত হয়েছে, আজকে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, দেশের প্রতিটি মানুষ আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে পড়েছে। দেশের মানুষ আজ নিরাপদে নেই, সারাদেশে লুটপাট,ধর্ষণ, খুন, গুম, অত্যাচার, নির্যাতন বেড়ে গেছে। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদী সরকার পতনে   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলন সংগ্রামে জেলা মহিলা দলসহ  বিএনপির নেতা-কর্মীদের রাস্তায় ফয়সালা করার আহ্বান জানান।