জনসমুদ্রে বিএনপির মহাসমাবেশ চলছে

ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, বিজয়নগর সেগুনবাগিচা এলাকার অলিগলিতে শুধু মানুষ আর মানুষ।

জনসমুদ্রে বিএনপির মহাসমাবেশ চলছে

প্রথম নিউজ, অনলাইন: মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন ছোট্ট শিশুকন্যা। বাবার হাত ধরে যোগ দিয়েছেন নয়াপল্টনের মিছিলে।  ছোট্ট শিশুটির মতো নয়াপল্টনে এসেছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধাও। তার সঙ্গে আরও বেশ কয়েকজন নারী। শুধু শিশু আর নারী নয়, নয়াপল্টনে এসেছেন তরুণ, যুবক, বৃদ্ধরাও।  তাদের সবার চোখেমুখে উচ্ছ্বাস। স্কাউট ভবনের সামনে আরেকজন হ্যান্ডমাইকে গান গাইছেন। তাকে ঘিরে তৈরি হয়েছে জটলা। সবাই নেচে গেয়ে উৎসব করছেন। নয়াপল্টনের মিছিলের উৎসবে যোগ দিয়েছেন লাখ লাখ মানুষ।

ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, বিজয়নগর সেগুনবাগিচা এলাকার অলিগলিতে শুধু মানুষ আর মানুষ। কোথাও তিল ধারণের জায়গা নেই। ট্রাকে করে কেউ বিতরণ করছেন পানি, কেউ দিচ্ছেন কলা-রুটি, কেউ দিচ্ছেন প্যাকেট খাবার। কেউ আবার সড়কে প্লাস্টিকের শিট বিছিয়ে মহাসমাবেশের বক্তব্য শুনছেন। কেউ আবার সরকারবিরোধী নানা স্লোগানে স্লোগানে মাতিয়ে রাখছেন। গতরাতে মহাসমাবেশের অনুমতি পাওয়ার পরপরই নয়াপল্টনমুখী স্রোত শুরু হয়। ভোর হতে হাজার হাজার নেতাকর্মীর মিছিল আসতে থাকে। বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, মহিলা দলের নেতাকর্মীদের হাতে ছিল রঙবেরঙের ব্যানার-ফেস্টুন। 

সকাল ১০টা বাজতেই জনসমুদ্রে পরিণত হয়েছে নয়াপল্টন ও আশপাশের এলাকা। মানুষের ঢল পূর্বদিকে আরামাবাগ, ফকিরাপুল থেকে শুরু হয়েছে, সেটা পশ্চিম দিকে নয়াপল্টন, কাকরাইল পার হয়ে মালিবাগ মোড়ে গিয়ে ঠেকেছে। দক্ষিণ দিকে বিজয়নগর উপচে পুরানা পল্টনে গিয়ে ছড়িয়েছে। যেদিকেই চোখ পড়ে বিএনপি নেতাকর্মীদের মিছিলের ঢল। মানুষের ভিড়ের কারণে চৌধুরীপাড়া থেকে ফ্লাইওভার পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়েছে। মতিঝিল, আরামাবাগ, ফকিরারপুল নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল, মালিবাগ পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। 

এদিকে সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ  আনুষ্ঠানিক ভাবে শুরু হয় বেলা ১২টা ৪০ মিনিটে।  রাতেই ট্রাক দিয়ে মঞ্চ প্রস্তুত করা হয়। 

গত ১৮ অক্টোবর সরকার পতনের একদফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব। মহাসমাবেশ আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়ার পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।