'জাংনান চীনের অবিচ্ছেদ্য অংশ', ভারতের পদক্ষেপে প্রতিক্রিয়া বেইজিংয়ের

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: চীনের ভূখণ্ডে ঢুকে পর্বতশৃঙ্গ জয় করেছে ভারতীয়রা। এবার এমন দাবি তুললো বেইজিং। জানা গেছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনেয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসের ১৫ জন সদস্য পাড়ি দেন এক অজানা পর্বতশৃঙ্গের উদ্দেশ্যে। তাওয়াং প্রদেশের ওই পর্বতশৃঙ্গে এর আগে পৌঁছতে পারেননি কেউই। গত শনিবার ওই পর্বতশৃঙ্গ জয় করেন ১৫ সদস্যের দল। তিব্বতি ধর্মগুরু ষষ্ঠ দলাই লামা সাংইয়াং গাতসোর নামে ওই পর্বতশৃঙ্গের নামকরণ করেন তারা।
গোটা ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছে বেইজিং। সাংবাদিক সম্মেলনে এসে চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, “ভারতের এমন আচরণ বেআইনি। চীনা ভূখণ্ডে ঢুকে তথাকথিত অরুণাচল প্রদেশ তৈরির চেষ্টা করছে নয়াদিল্লি। আমরা বরাবর বলে এসেছি, জাংনান চীনের অবিচ্ছেদ্য অংশ। সেটাই চীনের স্পষ্ট অবস্থান।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অরুণাচল প্রদেশকে ‘জাংনান’ নামে পরিচয় দেয় চীন। চলতি বছরেই অরুণাচল প্রদেশের তিরিশ জায়গার চীনা নাম রাখা হয়। বেইজিংয়ের সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২টি আবাসিক এলাকা, ১১টি পাহাড়, চারটি নদী, একটি সুড়ঙ্গ ও দুটি খালি এলাকার চৈনিক নামকরণ করা হয়েছে। এই ঘটনায় ভারতীয় বিদেশমন্ত্রকের প্রতিক্রিয়া ছিল- নির্বোধের মতো কাজ করেছে চীন । নতুন নামকরণ করলেও বাস্তবটা বদলে যাবে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে বলেছিলেন, 'অরুণাচলের কিছু এলাকার নতুন করে নামকরণের প্রচেষ্টা হলেও বাস্তব পরিবর্তন হবে না। চীন অনেক দিন ধরেই দাবি করে আসছে, অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের একটি অংশ। এ দাবি প্রতিষ্ঠায় তারা বহুবার অরুণাচল প্রদেশে ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সফরের সমালোচনা করেছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস