জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে জাপানকে বাইডেনের সমর্থন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও আজ (সোমবার) টোকিওতে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক শেষ করেছেন
প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও আজ (সোমবার) টোকিওতে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক শেষ করেছেন। এক যৌথ সংবাদ সম্মেলনে তারা দুই দেশের বন্ধুত্ব আরও জোরদারের উপর জোর দেন। আন্তর্জাতিক ঐক্য নিয়ে দুই নেতার আলোচনা জাতিসংঘ পর্যন্ত বিস্তৃত হয়।জাপানি সংবাদমাধ্যম এনএইচকে এ খবর নিশ্চিত করে বলেছেঃ দুই নেতা বলেছেন, তারা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে রক্ষা করতে নেতৃত্বের ভূমিকা পালন করা অব্যাহত রাখবেন।
এছাড়াও, তারা জাতিসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার ব্যাপারে সম্মত হন। জো বাইডেন বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য জাপানের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews