পশ্চিমতীরে এক ইসরাইলিকে গুলি করে হত্য
প্রথম নিউজ, ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের একটি চেকপোস্টের কাছে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অবৈধ ইহুদি বসতির এক বাসিন্দা নিহত হয়েছেন।
পশ্চিমতীরের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার এ বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর আনাদোলুর।
ইসরাইলি টিভি চ্যানেল কানের প্রতিবেদনে বলা হয়, অধিকৃত নাবলুসের পশ্চিমাঞ্চলে ওই বন্দুক হামলার ঘটনায় এক ইসরাইলি নাগরিক নিহত এবং আরও দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
খবরে আরও বলা হয়, ইসরাইলি ওই চেকপোস্টের কাছে হঠাৎ দ্রুতগতির একটি প্রাইভেটকার থামে। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা ইসরাইলি বসতকারীদের গাড়িতে আচমকা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ওই প্রাইভেটকারটি পালিয়ে যায়।
ইসরাইলি ওই গাড়িটিতে তিন ইহুদি বসা ছিল। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ইসরাইলি সেনাবাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেন, দেশটির সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে ও দ্রুত অপরাধীকে ধরবে।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি জমি দখল করে গড়ে তোলা এসব ইহুদি বসতিও অবৈধ বলে মনে করেন সবাই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: