যুক্তরাষ্ট্রে ৮ আরোহীসহ বিমান বিধ্বস্ত, ১ জনের লাশ উদ্ধার
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা উপকূলে আট আরোহীসহ ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে

প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা উপকূলে আট আরোহীসহ ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এখনও আরও সাতজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার বিকালে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সোমবার কর্তৃপক্ষ এক আরোহীর মৃতদেহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে।
বাকি সাত আরোহীর কেউ আর বেঁচে নেই বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। খবর নিউইয়র্ক টাইমসের।
সোমবার সন্ধ্যায় স্থানীয় পুলিশ কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অন্য যাত্রীদের খোঁজে তল্লাশি অব্যাহত থাকলেও এ দুর্ঘটনায় আর কেউ বেঁচে আছেন এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
বিমানটির আরোহীদের অধিকাংশের পরিবার কারটেরেট পল্লীতে বসবাস করে বলে জানিয়েছে পুলিশ, কিন্তু তাদের পরিচয় প্রকাশ করেনি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, এক ইঞ্জিনের পিলাটাস পিসি-১২/৪৭ বিমানটি স্থানীয় সময় রোববার দুপুর প্রায় ২টার দিকে নর্থ ক্যারোলাইনার বিউফোর্টের একটি ছোট উপকূলীয় বিমানবন্দর থেকে প্রায় ১৮ মাইল উত্তরপূর্বে বিধ্বস্ত হয়।
মার্কিন কোস্টগার্ড বলেছে, রাডারে বিমানটিকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়, তার পর এটি রাডার থেকে হারিয়ে যায়।
পরে কোস্টগার্ড ড্রাম ইনলেটের চার মাইল পূর্বে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায় বলে তাদের এক মুখপাত্র সোমবার জানিয়েছেন। আর কারটেরেট পুলিশ দপ্তর বিমানটির এক আরোহীর মৃতদেহ খুঁজে পায় বলে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ তদন্ত করে দেখছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: