ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ২৪

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ২৪

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ২৪

প্রথম নিউজ ডেস্ক: ইকুয়েডরের কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪২ জন। গুয়াইয়াকিলের একটি কারাগারের ভেতরে বন্দিরা আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। ইকুয়েডরের ন্যাশনাল ব্যুরো অব প্রিজন্স (এসএনএআই) দাঙ্গায় হতাহতের খবর নিশ্চিত করেছে।

দেশটির কারাগারে চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটল। গত কয়েক মাসে এই কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে দফায় দফায় দাঙ্গার ঘটনা ঘটছে।

দাঙ্গার পর কারাগার থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। পরে সেখানে সামরিক কর্মকর্তাদের মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাউস্তো বুয়েনানো বলেন, গুলি চালিয়ে এবং হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে বন্দিদের হত্যা করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, লস লোবোস এবং লস কোনেরোস গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ইকুয়েডরের অপর একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ৭৯ জন নিহত হয়। এছাড়া গত জুলাই মাসে অন্য একটি কারাগারে ২২ জন নিহত হয়েছিল। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইকুয়েডরের কারাগারে ৩৯ হাজার বন্দি রয়েছে।